|
১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ
নড়াইল সদর, নড়াইল।
সভায় উপস্থিত সদস্য গনের নাম
১।জনাব এস এম আনিসুল ইসলাম চেয়ারম্যান স্বাক্ষরিত
২।জনাব মোসা: রেহেনা বেগম ইউপি সদস্য ’’
৩। জনাব মোসা: পারুল বেগম ’’ ’’
৪। জনাব রাজিয়া বেগম ’’ ’’
৫। জনাব মিনা মিলন হোসেন ’’ ’’
৬। জনাব শেখ আজিম ’’ ’’
৭।জনাব মো: গাজী হাফিজুর রহমান ’’ ’’
৮। জনাব হাফিজ শেখ ’’ ’’
৯। জনাব মো: মুনজুর আকুঞ্জী ’’ ’’
১০।জনাব আবু হানিফ বিশ্বাস ’’ ’’
১১। জনাব মো: আবুল কালাম মোল্যা ’’ ’’
১২।জনাব শ্রীবাস মালাকার ’’ ’’
১৩।জনাব রামপদ বসু ,, ,,
আলোচ্য বিষয়: ১।ব্যাংক হিসাব পরিচালনা কারী সচিবের স্বাক্ষর পরিবর্তন করা প্রসঙ্গে।
২। বিবিধ
অদ্য ইংরেজী ০৭-০৩-২০১৮খ্রিঃ তারিখ ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদের মাসিক সাধারন সভা চেয়ারম্যান এস এম আনিসুল ইসলামের সভাপতিত্তে অনুষ্ঠিত হয়।সভায় গত সভার কার্য বিবরনী পঠিত ও অনুমোদিত হল। অতপর সভাপতি মহোদয় সভায় জানান যে, ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব (চলতি-৩৩০০০১৩৪) ইউপি চেয়ারম্যান সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও ইউপি সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। যৌথ স্বাক্ষরকারী গণ যথাক্রমে ইউপি চেয়ারম্যান জনাব এস এম আনিসুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোসা: রেহেনা বেগম ও ইউপি সচিব মো: মিজানুর রহমান। কিন্ত ইউপি সচিব মো: মিজানুর রহমান বদলী হওয়ার কারনে নতুন সচিব জনাব অসীম কুমার বিশ্বাস এর স্বাক্ষর সংযুক্ত করা একান্ত জরুরী ।তিনি এই বিষয়ে সকলকে আলোচনা করার জন্য অনুরোধ করেন।
জনাব সভাপতি সাহেবের উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর অপরিবর্তিত থাকবে শুধু মাত্র বদলী কৃত সচিব মো: মিজানুর রহমানের স্বাক্ষর পরিবর্তন করে নতুন সচিব জনাব অসীম কুমার বিশ্বাসের স্বাক্ষর সংযুক্ত করে ব্যাংক হিসাবটি পরিচালিত হবে ।
অতপর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার কার্য সমাপ্ত করেন।
ধন্যবাদ
স্বাক্ষরিত
সভাপতি
নড়াইল সদর, নড়াইল
তারিখ: ১1-10-২০১7 ইং
সময়: ১১.০০-১২.০০
12 বিছালী ইউনিয়ন গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা/কাবিটা) কর্মসুচী কমিটি
ক্রমিক নং |
উপস্থিত সদস্যগনের নাম |
পদবী |
স্বাক্ষর |
মন্তব্য |
০১ |
জনাব এস,এম আনিসুল ইসলাম |
চেয়ারম্যান |
স্বাক্ষরিত |
|
০২ |
জনাব মোছা:রেহেনা বেগম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৩ |
জনাব মোছা: পারুল বেগম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৪ |
জনাব রাজিয়া বেগম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৫ |
জনাব মিনা মিলন হোসেন |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৬ |
জনাব শেখ আজিম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৭ |
জনাব মো: গাজী হাফিজুর রহমান |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৮ |
জনাব মো: হাফিজ শেখ |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৯ |
জনাব মো: মুন্জুর আকুন্জী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১০ |
জনাব মো: আবু হানিফ বিশ্বাস |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১১ |
জনাব মো:আবুল কালাম মোল্যা |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১২ |
জনাব শ্রীবাস মালাকার |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৩ |
জনাব রামপদ বিশ্বাস |
সদস্য |
স্বাক্ষরিত |
|
পরম করুনাময় সৃষ্টিকর্তার নাম স্মরন করে অদ্য ইং ১১-০১০-২০১৭ তারিখ সকাল ১১.০০ টায় ইউপি কার্যালয়ে চেয়ারম্যান জনাব এস, এম আনিসুল ইসলাম সাহেবের সভাপতিত্বে সভার কার্য শুরু হয় । সভার শুরুতেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অদ্যকার সভার আলোচ্য সুচি অনুযায়ী অত্র ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো (কাবিখা/কাবিটা) কমৃসুচির আওয়াতায় বিশেষ বরাদ্দের অনুকুলে প্রকল্প বাস্তবায়নের জন্য উপস্থিত সভ্যগন ইউনিয়নের সার্বিক জনগুরুত্বপূর্ন প্রকল্প বাচাই পূর্বক নিম্ন লিখিত রুপে তালিকা প্রনয়ন করেন।
১। আড়পাড়া বাগমারা ব্রীজ হইতে আড়পাড়া তালেপের ঘের পর্যন্ত খাল পু:ন খনন
২।আড়পাড়া নয়িম উদ্দীনের মৎস্য ঘের হইতে আড়পাড়া স্বপনের বাড়ি ব্রীজ পর্যন্ত খাল পু:ন খনন।
৩। মির্জাপুর পূর্বপাড়া ব্রীজ হইতে খড়রিয়া মাসুদ সিকদারের বাড়ি পর্যন্ত খাল পু:ন খনন।
৪। মির্জাপুর আফছুরের বাড়ি হইতে মুন্সী হাদিউরের ঘের পর্যন্ত খাল পু:ন খনন।
অতপর সভায় আর কোন বিশেষ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য সমাপ্ত করেন।
ধন্যবাদান্তে-
এস,এম আনিসুল ইসলাম
চেয়ারম্যান
১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ
নড়াইল সদর,নড়াইল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস